আইসিসির সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিসিবি
স্পোর্টস ডেস্ক॥ আগামী অক্টোবরে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে আরও কয়েক মাস বাকি থাকলেও বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ১০ সেপ্টেম্বর। অংশ নিতে যাওয়া দলগুলোকে আগামী ১০ সেপ্টম্বরের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিতে হবে। স্বাভাবিক সময়ে ১৫ ক্রিকেটার নিয়েই গঠিত হতো বিশ্বকাপ দল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, করোনার এই সময়টাতেও ১৫ জনের বেশি স্কোয়াডে রাখা যাবে না! আইসিসির এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বার্ড (বিসিবি)। আইসিসির সিদ্ধান্তে নাখোশ হওয়ার কারণটা যৌক্তিক। করোনাকালীন সময়ে মাত্র ১৫ ক্রিকেটারকে নিয়ে লম্বা সফরে যাওয়া খুব কঠিন। হুট করে কেউ করোনা আক্রান্ত হলে বা চোটগ্রস্ত হলে-তার বিকল্প এনে দ্রুত খেলানো অনেকটাই অসম্ভব। আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ দল ১৫ সদস্যের বেশি হওয়া যবে না। সাপোর্টিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সংখ্যাটা হবে সর্বোচ্চ ২৩ জনের। এমন নিয়মে অসন্তুষ্টি জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই কম আমার মনে হয়। মহামারীর কারণে ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা প্রয়োজন ছিল।’ বাড়তি ক্রিকেটারের জন্য বোর্ড যাবতীয় খরচ বহন করবে, এমন নিয়ম যদিও আছে। কিন্তু জালাল ইউনুস মনে করেন, এই সময়টাতে আইসিসি-ই স্কোয়াডটা বড় করতে পারতো, ‘বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটাই করতে হচ্ছে। মহামারীর জন্য স্কোয়াড আরও বড় হলে ভালো হতো।’ প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে আগে প্রথম পর্বের বাধা টপকাতে হবে বাংলাদেশকে। স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে জিতেই যেতে হবে পরের রাউন্ডে।
ডমিঙ্গোর চুক্তির মেয়াদ ‘বাড়তে পারে’
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়তে পারে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘এটি হওয়ার সম্ভাবনা আছে’। রবিবার সংবাদমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা নিয়ে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ওনার মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছে, কাজেই এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরে এটা বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।’ ২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ডমিঙ্গো। পরে সেটি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া, অক্টোবর-নভেম্বরে। শুরু থেকে ডমিঙ্গোর কাজে বিসিবি উচ্চপদস্থ কর্তারা খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তবে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সে কোচ নিজে ডমিঙ্গোও ‘গুডবুকে’ ঢুকে গেছেন তাদের। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই সিরিজ জয় করে ফেরে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারায় ৪-১ এ। সব মিলেই ডমিঙ্গোর চুক্তি বাড়ানোর পথে বিসিবি। বিসিবি সভাপতি বলছেন, ‘এখনো পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা তাকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কথা বলেছি কয়েক জনের সঙ্গে। আরও কয়েকজনের সঙ্গে বলতে হবে। কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেব। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আপাতত এই দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে।’
ফুটবল কিংবদন্তি গার্ড মুলার আর নেই
স্পোর্টস ডেস্ক॥ জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার আর নেই। ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে মুলারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পশ্চিম জার্মানির হয়ে এই কিংবদন্তি ৬২ ম্যাচে করেছেন ৬৮ গোল। ১৯৭৪ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক গোলটি করেন। দেশের হয়ে ১৯৭২ ইউরো কাপও জিতেছেন তিনি। এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। সেবার ব্যালন ডি’অরও জেতেন তিনি। জার্মান লিগ বুন্দেসলিগার ইতিহাসে সর্বাধিক ৩৬৫ গোল গার্ড মুলারের। ক্লাব ক্যারিয়ারে ১৫ বছর তিনি কাটিয়েছেন তিনি বায়ার্ন মিউনিখে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির হয়ে ৬০৭ প্রতিযোগিতামূলক ম্যাচে মুলারের গোল ৫৬৬। ১৯৭১-৭২ মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় ৪০ গোল করেন মুলার। যা বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে টিকে ছিল ৪৯ বছর। ২০২০-২১ মৌসুমে ৪১ গোল করে সেই রেকর্ড ভেঙে দেন রবার্ট লেভানডোস্কি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর বায়ার্নের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন মুলার। মুলারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলে।
পিএসজির জয়ে উজ্জ্বল এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক॥ তারকা সমৃদ্ধ পিএসজি স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল একঝাঁক তারকা ছাড়াই। তবে জয় তুলে নিয়ে অসুবিধা হয়নি দলটির। যে জয়ে উজ্জ্বল কিলিয়ান এমবাপ্পে। শনিবার লিগ ওয়ানের ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় পিএসজি। নিজে গোল করার সঙ্গে দুই গোলে অবদান রাখেন এমবাপ্পে। দলটির পক্ষে অন্য তিন গোল করেন মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। স্ত্রাসবুর্গের হয়ে গোল দুটি করেছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়েছিল পিএসজি। দ্বিতীয়ার্ধে অবশ্য জোড়া যোগ আদায় করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল স্ত্রাসবুর্গ। যদিও পারেনি। শেষ দশ মিনিট তাদের খেলতে হয়েছে দশ জন নিয়ে। পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের আগে ভক্তদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয় লিওনেল মেসিকে। মেসির সঙ্গে পরিচয় করে দেওয়া হয় এ মৌসুমে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়া আরো চার তারকা-সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। মেসি, রামোস, দোন্নারুম্মা এ ম্যাচে ছিলেন না। ছিলেন না নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়াও। মেসি-নেইমার একসঙ্গে গ্যালারিতে বসে দেখেছেন দলের খেলা।
সালাহর রেকর্ডে জয়ে শুরু লিভারপুলের
স্পোর্টস ডেস্ক॥ সব আলো কেড়ে নিলেন মোহামেদ সালাহ। নিজে গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করালেন দুই গোল। করলেন দারুণ এক রেকর্ডও। সুবাদে নরউইচ সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা করল লিভারপুল। শনিবার প্রতিপক্ষে মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোল জয় তুলে নেয় লিভারপুল। ২৬ মিনিটে দিয়েগো জোতা এবং ৬৫ মিনিটে রবার্তো ফিরমিনো গোল আদায় করেন। দুটি গোলই আসে সালাহর এসিস্ট থেকে। ৭৪ মিনিটে মিশরীয় তারকা নিজেও জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয় ইয়ের্গেন ক্লপের দলের। এদিনের গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের টানা পাঁচ আসরের শুরুর প্রথম সপ্তাহেই গোল করলেন সালাহ। সবমিলে প্রিমিয়ার লিগ শুরুর সপ্তাহে সালাহর গোল ৭টি। এসিস্ট রয়েছে ৩টি। ৮ গোল এবং ৫ এসিস্টে সালাহর চেয়ে এই জায়গাটায় এগিয়ে কেবল ওয়েন রুনি। এই ম্যাচ দিয়ে ১০ মাস পর চোট কাটিয়ে দলে ফেরেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। দিনের প্রথম ম্যাচে ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারায় টমাস টুখেলের চেলসি। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারায় লেস্টার সিটি।
প্যালেসকে গুঁড়িয়ে শুরু চেলসির
স্পোর্টস ডেস্ক॥ উয়েফা সুপার কাপ জয়ে মৌসুম শুরু করা চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগেও শুভ সূচনা করল। লন্ডন ডার্বিতে ক্রিস্টাল প্যালেসকে গুঁড়িয়ে দিল টমাস টুখেলের দল। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। তিন দিন আগে ভিয়ারিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতেছিল চেলসি। এদিন চেলসির হয়ে ম্যাচে প্রথম গোলটি করেন আলন্সো। ২৭ মিনিটের মাথায় তিনি চেলসিকে এগিয়ে দেন। হাকিম জিয়েকের চোটের কারণে ম্যাচ শুরু করার সুযোগ পেয়েই গোল করেন ক্রিশ্চিয়ান পুলিসিক। আমেরকানের গোলের সুবাদে প্রথমার্ধ চেলসির পক্ষে ২-০ ব্যবধানে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ২২ বছরের তরুণ ডিফেন্ডার চালাভা। নিজের প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই গোল করে দিনটিকে চিরস্মরণীয় করে রাখলেন জুনিয়র চালাভা।
আইপিএলের কারণে স্থগিত অস্ট্রেলিয়া-আফগানিস্তান সিরিজ!
স্পোর্টস ডেস্ক॥ ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আকস্মিকভাবে সিরিজটি স্থগিত করে দিয়েছে দুই দেশের বোর্ড! এমন সিদ্ধান্তের ফলে আইপিএলে খেলতে যেতে বাধা রইলো না অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। আর করোনা পরিস্থিতির আগে বিশ্বকাপটিও হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু করোনার প্রভাবে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ায় সব দিক বিবেচনা করতে হয়েছে দুই দেশের বোর্ডকে। বিশেষ করে কোয়ারেন্টিন ও সফর জটিলতার বিষয়টি ভাবিয়েছে বেশি। বিবৃতিতে দুই দেশের বোর্ড বলেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ায় কোয়ারেন্টিন ও সফর জটিলতার কথা মাথায় রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ এ সময় বিবৃতিতে আরও জানানো হয়, এখন তারা ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা করতে যাচ্ছে, ‘যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে। তাই আফগান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা খুঁজে দেখছে।’ এদিকে আইপিএলে খেলার অনুমতি দিতে অজিদের নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএলে অংশ নিতে যাওয়া অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সংখ্যা বিশের মতোন। সেখানে প্যাট কামিন্স এবার খেলতে যেতে পারছেন না। প্রথম সন্তানের জন্ম আসন্ন হওয়ায় স্ত্রীর সঙ্গেই থাকবেন তিনি। এছাড়া কনুইয়ের ইনজুরি থেকে সেরে ওঠার ওপর স্টিভেন স্মিথের যোগ দেওয়া নির্ভর করছে। তিনি একই কারণে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরেও অংশ নিতে পারেননি।
প্রসঙ্গত, ভারতে করোনার সংক্রমণে গত মে মাসে স্থগিত হয়ে যায় আইপিএল। বেশ কয়েকজন খেলোয়াড়সহ স্টাফও করোনা পজিটিভ হয়েছিলেন। এর পর বাকি ম্যাচগুলো ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। মরুর বুকে নতুন করে টুর্নামেন্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর।





