শ্যামনগরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর থানা পুলিশ পলাতক সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান ও সালাম হোসেনকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কৈখালী গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মিজানুর রহমান কৈখালী গ্রামের মৃত আকবর সরদার এবং সালাম হোসেন একই গ্রামের আলিম হোসেনের ছেলে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।