তালা হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়!

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা হাসপাতালের করোনা টিকাকেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গত মার্চের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ দেওয়ার প্রায় ৫ মাস পর গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া। এ সময় টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেলেও স্বাস্থ্যবিধির বালাই ছিলনা হাসপাতালের টিকা কেন্দ্রে, অনেকের মুখে মাস্কও ছিলনা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত মার্চের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ দেওয়ার প্রায় ৫ মাস পর শুরু হয়েছে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া। শনিবারে ১ হাজার ২ শ মানুষের টিকা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রায় ৪ হাজার মানুষ হাজির উপস্থিত হন টিকা নিতে। টিকা না পেয়ে অনেকেই ফিরে যেতে বাধ্য হন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তালা প্রেসক্লাব থেকে হাসপাতালের টিকা কেন্দ্র পর্যন্ত প্রচ- যানজট সৃষ্টি হয়। এসময় হাসপাতাল রোডে পায়ে হেঁটেও পার হওয়া দুস্কর হয়ে পড়ে। সরেজমিন গিয়ে দেখা যায়, টিকা নেওয়ার জন্য অপেক্ষারত মানুষের দীর্ঘ লাইন। অনেকের মুখেই মাস্ক নেই, অনেকে মানেননি শারীরিক দূরত্ব। লাইনে দাঁড়ায়ে থাকা কলাগাছি থেকে আসা কার্ত্তিক মন্ডল বলেন, টিকা নিতে এসে এখান থেকে আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাবো কিনা, এমন আশঙ্কা। এখানে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এখানে কোনো ভলান্টিয়ার নাই। কেন্দ্রে প্রবেশের মুখে জীবাণুনাশক স্প্রেও করা হচ্ছে না। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। গনেশ বাছাড়, হীরা বাছাড়, তাপসী মন্ডলসহ অনেকেই জানান, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আলাদা আলাদা টিকা কেন্দ্র করলে এত ভোগান্তি হতোনা মানুষের। তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিব জানান, দ্বিতীয় ডোজের প্রথম দিনেই অরিরিক্ত মানুষ চলে এসেছে, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে বলা হচ্ছে সবাইকে ।