কলারোয়ার যুগিখালীর দুই যুবক হস্তশিল্প বাজারজাত ও বিপণনে এখন স্বাবলম্বী

0

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যুগিখালী ইউনিয়নের পাঁচনল গ্রামে শিহাব উদ্দীন পলাশ ও রিপন মন্ডল নামের দুই যুবক হস্তশিল্প বাজারজাত করে আতœনির্ভরশীল হয়ে উঠছেন। তাদের সাথে কাজ করে আরও ৩০ জন নারী সংসারে এনেছেন স্বাচ্ছন্দ্য। জানা যায়, শিহাব উদ্দীন পলাশ ঋশিল্প নামের এক এনজিও সংস্থার প্রতিবন্দ্বী স্কুলে চাকুরি করতেন। এরই ফাঁকে ফাঁকে তিনি হস্তশিল্পেরও কাজ করতেন। এরপরে তিনি ওই চাকরি ছেড়ে এলাকার দরিদ্র নারীদেরকে হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করায় মনোনিবেশ করেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের নির্ধারিত মজুির দিয়ে তাদের নকঁশা করা হস্তশিল্প বাজারজাত করেন। তাদের উৎপাদিত সামগ্রির মধ্যে রয়েছে লন্ড্রি বাসকেট, প্লেস ম্যাট, রেক্টেংগুলার বাসকেট, কিচেন বাসকেট, সিলিন্ডার বাসকেট প্রভৃতি। শুধু দেশে নয়, ওই দুই যুবকের প্রচেষ্টায় এসব নারীর উৎপাদিত হস্তশিল্প সামগ্রি বাংলাদেশ থেকে ইউরোপসহ ১০/১২টি দেশে বিক্রয় করতে সক্ষম হয়েছেন। কপোতাক্ষ হ্যান্ডিক্রাফটসের প্রোপাইটার শিহাবউদ্দীন পলাশ জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ৩০ জন নারীকে হস্তশিল্পে প্রশিক্ষণ দিয়ে একাজে লাগানো হয়েছে। ওই নারীরা তাদের বাড়ির কাজকর্ম শেষে অবসরে হস্তশিল্প কাজ করে প্রতিমাসে ৩/৪ হাজার টাকা আয় করছেন। তিনি আরো জানান, উপজেলার জয়নগর, ক্ষেত্রপাড়া, কামারালী, খোরদো, জালালাবাদ, কুশোডাঙ্গা, কাজিরহাট, রঘুনাথপুর, সোনাবাড়ীয়া, খাসপুর ও বাকড়া এলাকার নারীরা এই হস্তশিল্পের নকঁশা তৈরি কাজে সহযোগিতা করছেন। মাস শেষ ওই নারীরা প্রাপ্য মজরি নিয়ে তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করছেন। তাছাড়া তারা বাড়িতে হাঁস-মুরগী, গরু-ছাগল পালন করে আরো স্বাবলম্বী হচ্ছেন।