যশোরে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে নিম্নমুখী। গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ২শ’ ১৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত নমুনায় ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কাল আক্রান্তের হার ছিল ৩১ শতাংশ। এ সময় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে এ পর্যন্ত ২০ হাজার ৩শ’ ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪শ’ ২০ জন। আক্রান্তদের ভেতর ১৮ হাজার ৬শ’ ৩২ জন সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন অফিসের মিডিয়া ফোকাল পার্সন ডাঃ রেহেনেওয়াজ জানিয়েছেন।