রাবিতে স্বশরীরে ক্লাস নেয়ার ঘোষণা তিন শিক্ষকের

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষক। তারা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক। গত শুক্র ও শনিবার নিজেদের ফেসবুক থেকে পৃথক পৃথক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তারা। শিক্ষকদের এমন ঘোষণার খবর সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। শিক্ষকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন নেটিজেনরা।
শুক্রবার রাতে নিজের ফেইসবুক স্ট্যাটাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন লিখেন, ‘আমি আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার আর মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে উপস্থিত থাকবো। ক্লাস রুম খুলে না দিলে গাছের তলায় শিক্ষার্থীদের মিট করবো এবং তারা পড়তে চাইলে পড়াবো।’ শনিবার সন্ধ্যায় একই রকম ঘোষণা দেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি লিখেন, ‘সপ্তাহে ছয়দিন (শুক্রবার বাদে) সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত আমি আমার অফিসে শিক্ষার্থীদের সময় দেবো। (মাঝে মাঝে দু’একদিন ব্যত্যয় ঘটতে পারে।)’ একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুকে ক্লাস নেয়ার ঘোষণা দেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কণক। তিনি লিখেন, ‘বাপের টাকা খরচ করে শিক্ষার্থীদের মেসে থাকতে হচ্ছে, এতিমের মতো ঘুরতে দেখে কষ্ট লাগে। গাছতলায়, নতুবা খোলা মাঠে ক্লাস নিতে চাই। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের ক্লাস চলবে।’
এদিকে করোনা সংক্রমণ শুরুর পর গত বছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরের শুরুর দিকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে উদ্যোগ নিলেও সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তা সম্ভব হয়নি। এদিকে, এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।’ অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান কখন খুলবে তা যখন অনিশ্চিত, তখন শিক্ষকদের এমন ঘোষণা সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে।