‘ওরা আমাদের বিক্রি করে ফেলেছে’

0

লোকসমাজ ডেস্ক॥ এতোটা দ্রুত তালেবান আফগানিস্তানের হেরাত ও কান্দাহার শহর দখল করে নিয়েছে তা বিশ্বাস করতে পারছে না শহর দুটি বাসিন্দারা। তাদের ভাষ্য, সরকারি বাহিনী আক্ষরিকভাবে তাদের বিক্রি করে ফেলেছে। কান্দাহারের এক বাসিন্দা আল-জাজিরা অনলাইনকে বলেছেন, ‘আক্ষরিক অর্থে তারা আমাদের বিক্রি করে দিয়েছে, সরকারের কোনো প্রতিরোধই ছিল না। আমি কখনোই কল্পনা করিনি, এতো দ্রুত কান্দাহারের পতন ঘটবে।’ আফগানিস্তান থেকে জুলাইয়ের মধ্যেই প্রায় সব সেনা দেশে ফিরিয়ে নেয় ওয়াশিংটন। যুক্তরাজ্যসহ ন্যাটো জোটের অন্য সদস্যরাও আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই আফগানিস্তানের বিভিন্ন এলাকা দ্রুত দখল শুরু করে তালেবান। গত আট দিনে তারা দেশটির ১৮টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার ও হেরাত ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তারা দখল করেছে। ইতোমধ্যে তারা কাবুলের ৪০ কিলোমিটার দূরে চলে এসেছে। ওই বাসিন্দা বলেন, ‘বিষয়টি হচ্ছে, এই জায়গাগুলো হাতে তুলে দেওয়া হয়েছে, দেখবেন এরপরই হবে কাবুল ও মাজার-ই-শরিফ।’ এই মুহূর্তে আফগান সরকারের হাতে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর রয়েছে। এগুলো হচ্ছে রাজধানী কাবুল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাজার-ই-শরিফ। কাবুল পালিয়ে আসা হেরাতের এক সরকারি কর্মচারী বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না কীভাবে এটা হলো।’ দখলের পর হেরাত ও কান্দাহারে তালেবানের প্রথম দিনটি নিয়ে স্থানীয়দের অনেকেরই কৌতুহল ছিল। হেরাতের এক বাসিন্দা বলেন, তালেবানদের দেখতে শুক্রবার সকালে মানুষজন বের হয়েছিল। কান্দাহারের এক তরুণ জানান, তালেবানরা উদযাপনের মানসিকতায় ছিল। তারা সাফল্য উদযাপনে ফাঁকা গুলি ছুড়েছিল।