করোনায় অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সুজা

0

মাসুদ রানা বাবু ॥ যশোরে করোনা মহামারীতে জেলা বিএনপির মতো অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা। চলতি বছরে করোনার সর্বোচ্চ ঢেউ শুরুর পর শহরের চারখাম্বা মোড়স্থ হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে হেল্প সেল স্থাপন করেন তিনি। যেখান থেকে মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রদান করা হয়। হেল্প সেলে রয়েছে একটি হেল্প টিম। হোটেলের জেনারেল ম্যানেজার মাসুদ রানাকে সমন্বয়ক ও এস্কেন্দার আলী জনিকে প্রধান করে ছয় সদস্যের হেল্প টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন, হাফিজুর রহমান, ফাতেমা আলী, শেখ হাসানুল হক রয়েল ও মামুনুর রশীদ। গত জুলাই মাসে ৩০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিনামূল্যে সেবা কার্যক্রম শুরু করা হয়। শতাধিক মুমূর্ষু রোগীকে সেবা দেয়া হয়েছে। হেল্প সেলের নাম্বারে ফোন আসলেই মুমূর্ষু রোগীর শয্যা পাশে সিলিন্ডার পৌঁছে যায়। টিমের একমাত্র নারী সদস্য ফাতেমা আলীকে নারীদের সেবা প্রদানের জন্য কমিটিতে সম্পৃক্ত করা হয়েছে। এর বাইরে দুস্থ অসহায় রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী দেয়া হচ্ছে ওষুধ সামগ্রী। এছাড়াও দেয়া হচ্ছে ফল ও খাদ্য সামগ্রী। আবার করোনায় মৃত ব্যক্তিদের সৎকারের দায়িত্বপ্রাপ্তদের দেয়া হচ্ছে পিপিই এবং জনসাধারণের দেয়া হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। কর্মহীনদের দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। করোনাকালে মানবসেবা কার্যক্রম সম্পর্কে সাজ্জাদুর রহমান সুজা বলেন, আমাদের অভিভাবক প্রয়াত তরিকুল ইসলাম শিখিয়ে গেছেন কিভাবে মানুষকে সেবা করতে হয়। সেই অভিভাবকের অনুপ্রেরণায় আমি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যতদিন সংকট থাকবে, ততোদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।