রাস্তায় কেক কাটলেন সারা

0

লোকসমাজ ডেস্ক॥ সাইফ আলী খানের কন‌্যা বলিউড অভিনেত্রী সারা আলী খান। বৃহস্পতিবার (১২ আগস্ট) ছিল তার জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের পাশাপাশি পাপারাজ্জিদের সঙ্গে কাটিয়েছেন। এদিন সকাল থেকে সারার বাড়ির সামনে বাহারি বেলুন, কেক নিয়ে অপেক্ষা করছিলেন তারা। এরপর বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে কেক কাটেন এই অভিনেত্রী।
এই মুহূর্তের একটি ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়—তার পরনে সাদা রঙের টপস, জিন্স। মুখে মাস্ক। পাপারাজ্জিদের আনা কেক হাতে নিয়ে কাটছেন তিনি। উপস্থিত সবাই সমস্বরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে অভিনেত্রী কাজল জন্মদিনে কেক কেটে ট্রল হয়েছিলেন। তার চোখ-মুখের ভঙিমায় নেটিজেনদের একটা বড় অংশ ‘অহংকারী’ আখ্যা দিয়েছিলেন। যদিও সারার বেলায় এমনটা দেখা যায়নি। বরং তার ‘ডাউন টু আর্থ’ ইমেজের প্রশংসাই করেছেন অনুরাগীরা।
কয়েক দিন আগে মা অমৃতা সিং ও বাবা সাইফের বিয়েবিচ্ছেদ নিয়ে মুখ খুলেন সারা আলী খান। এ অভিনেত্রী বলেন—‘একসঙ্গে তারা সুখী ছিলেন না। আর সে কারণে বিচ্ছেদই ছিল সেরা সিদ্ধান্ত।’ সারা বর্তমানে তার মায়ের সঙ্গে থাকেন। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমি বর্তমানে আমার মায়ের সঙ্গে থাকি। আমার মা আমার প্রিয় বন্ধু। আমার বাবাকে যখনই দরকার হয় তখনই তাকে ফোনে পাই, প্রয়োজনে দেখাও করতে পারি।’
১৯৯১ সালে অমৃতা সিং ও সাইফ আলী খান বিয়ে করেন। ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। কারিনার সঙ্গেও সারার বেশ ভালো সম্পর্ক। গতকালও সারাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।