পাইকগাছা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গণটিকা কার্যক্রমের উদ্বোধন

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভা ও ইউনিয়নে গণটিকা কার্যক্রম একযোগে দ্বিতীয় দিনে প্রদান করা হয়েছে। রোববার সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত এটিকা দেয়া হয়। পাইকগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড প্রতি ১ ‘শ করে ৯’শ এবং সোলাদনা, গদাইপুর ও লস্কর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৪’শ করে ১২’শ টিকা প্রদান করা হয়েছে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তিন ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে এসএম এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান ও কেএম আরিফুজ্জামান তুহিন উদ্বোধন করেন। উল্লেখ্য, শনিবার একইভাবে ৭ টি ইউনিয়নে টিকা প্রদান করা হয়।