চৌগাছায় বিশৃঙ্খলার মধ্যে দিয়ে টিকা কার্যক্রমের প্রথম দিন পার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় টিকাদান কার্যক্রমের প্রথম দিনেই ইউনিয়নে দেখা দেয় বিশৃঙ্খলা। গ্রামের মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। উপজেলার ইউনিয়নে নির্ধারিত একটি করে স্থান ও পৌরসভায় হাসপাতালে কার্যক্রম চালু করা হয়।
বেলা ১১ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া স্কুলমাঠে কার্যক্রম চলমান অবস্থায় লাইনে দাঁড়ানো নিয়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সেখানে দায়িত্বরত রেজাউল ইসলাম নামের এক গ্রাম পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন টিকা গ্রহীতারা। সকাল ১০ টার দিকে স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের মেম্বারদের দেয়া স্লিপে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে পাঠানো নিয়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সাড়ে ১০ টার দিকে নারায়ণপুর হাইস্কুল কেন্দ্রে দেখা যায় টিকা নিতে আসা নারী পুরুষের লম্বা লাইন। ইউনিয়নের ৩টি ওয়ার্ড থেকে ৬শ ব্যক্তি যাদের বয়স ৫০ এর ওপরে এমন লোকজন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করার কথা থাকলেও এখানে হয়েছে ভিন্ন। ইউনিয়নের সকল ওয়ার্ড থেকেই মানুষ আনা হয়েছে কেন্দ্রে, আছে ২০/২৫ বছরের অনেক নারী পুরুষ। উপজেলা নির্বাহী অফিসার এখান থেকে ৫০ এর নিচে বয়সের লোকজনকে পরে টিকা নিতে বলেন। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক বলেন, কিছু এলাকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রুটির কারণে বিশৃঙ্খলা হলেও পরে তা ঠিক হয়ে যায়। সব মিলিয়ে কার্যক্রম শািন্তপূর্ণ ভাবে শেষ হয়েছে।