এক সপ্তাহের ব্যবধানে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ টিকার অপেক্ষায় মানুষ। নেই সামাজিক দূরত্ব। ঢাকার সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি।টিকার অপেক্ষায় মানুষ। নেই সামাজিক দূরত্ব। ঢাকার সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি। চলতি সপ্তাহে দেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বেড়েছে। তবে নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। এছাড়া চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় মৃত্যুহার বেড়েছে পাঁচ দশমিক ৩১ শতাংশ। চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে এক হাজার ৭২৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর গত সপ্তাহে মারা গিয়েছিলেন এক হাজার ৬৩৯ জন। শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, সুস্থতার সংখ্যা ও মৃত্যু সংখ্যা বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (১ আগস্ট থেকে ৭ আগস্ট) দেশে নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৩৪ হাজার ৫১৩টি। আর গত সপ্তাহে (২৫ জুলাই থেকে ৩১ জুলাই) নমুনা পরীক্ষা হয়েছিল তিন লাখ ২৩ হাজার ২০০টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে তিন দশমিক ৫০ শতাংশ। চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৯১২ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ৯৬ হাজার ১৪০ জন। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার কমেছে দুই দশমিক ৩২ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় করোনাতে আক্রান্ত হয়ে রোগী সুস্থ হয়েছেন বেশি। এ সপ্তাহে ১ লাখ ১০ হাজার ৬০৮ জন রোগী সুস্থ হয়েছেন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৮৯ হাজার ৮৭৩ জন। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সুস্থতার হার বেড়েছে ২৩ দশমিক শূন্য সাত শতাংশ।