ডেঙ্গু শনাক্তে আইওটি ডিভাইস ব্যবহারের পরামর্শ

    0

    লোকসমাজ ডেস্ক॥ ডেঙ্গু শনাক্তে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে আইওটি ডিভাইস সংযুক্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমাদের পরামর্শ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে আইওটি ডিভাইস সংযুক্ত করলে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বুঝা যাবে কোন কোন এলাকা ও নির্দিষ্ট স্থানে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র বা বিচরণ ক্ষেত্র রয়েছে। এতে করে সিটি কর্পোরেশনের ব্যয় যেমন কমবে তেমনি শতভাগ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ ও উপদ্রব বন্ধ করা যাবে।’
    মশা মুক্ত করতে সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রম যথেষ্ট নয় উল্লেখ করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘চলতি মাসে করোনা মহামারির পাশাপাশি মশার উপদ্রব বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমকে আরও সুচারু এবং নির্বিঘ্ন করতে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র নির্ধারণ করা জরুরি। প্রযুক্তির যুগে এই কাজটি করা অত্যন্ত সহজ যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায়।’