ঝিকরগাছায় প্রবাসীর ইমো হ্যাক করে প্রতারণা, স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নিল ৬৮ হাজার টাকা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ প্রবাসীর ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যেমে দেশে থাকা স্ত্রীর নিকট থেকে ৬৮ হাজার ৩ শত ৪০ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ভুক্তভোগী উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা প্রবাসী মনির হোসেনের স্ত্রী নাসরিন খাতুন বাদী হয়ে ওই প্রতারক চক্রের দেয়া ৩টি রবি মোবাইল নং-০১৮৭০-৪৭৪৮৬৪, ০১৮৬৯-৪৪৫১৯৬, ০১৮৬৯-১৪১৪৪৮ এর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং-১৩৯, তাং-০৪/০৮/২০২১
জিডি সূত্র জানাগেছে, গত মঙ্গলবার দুপুরে তার স্বামী দুবাই প্রবাসী মনির হোসেনের ইমো আইডি হ্যাক করে প্রতারক চক্র স্বামীর কন্ঠ ব্যাবহার করে দুবাই পুলিশের হাতে আটক হয়েছে মর্মে একরে পর এক ভয়েস এসএমএস পাঠাতে থাকে এবং তার মুক্তিপণের জন্য দ্রুত সময়ের মধ্যে ৭০ হাজার টাকা পাঠাতে বলে। নিরুপায় হয়ে স্ত্রী নাসরিন খাতুন ধারদেনা করে প্রতারক চক্রের দেওয়া ওই তিনটি মোবাইল নম্বরে ৬৮ হাজার ৩ শত ৪০ টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে মনির হোসেনের ইমো নম্বর বন্ধ পাওয়ার পর তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলে প্রতারণার বিষয়টি জানতে পারেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।