বিবর্তন যশোর বিনামূল্যে করোনা প্রতিরোধী টিকার রেজিস্ট্রশন শুরু করেছে

0

বিবর্তন যশোর বিনামূল্যে আনুষ্ঠানিকভাবে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রমের রেজিস্ট্রশনের কাজ শুরু করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রেল রোড হরিজন পল্লীতে অর্ধশতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষকে টিকার আওতায় আনার জন্য রেজিস্ট্রেশনভুক্ত করেছে। তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানানো হয়। আজ বুধবার সকাল ১১টা থেকে শহরের বেজপাড়া মেইন রোডস্থ বনানী রোডে করোনা টিকা রেজিস্ট্রেশন করা হবে। ১৫ দিন আগে থেকেই বিবর্তন যশোর নিজস্ব কার্যালয় ও চাঁচড়ার রুপদিয়া বিল পাড়া মোড়ে বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশনের কাজ শুর করে।
এছাড়া বিবর্তন যশোর করোনা মহামারির শুরু থেকে মাস্ক, স্যানিটাইজার, শিশুদের বস্ত্র, খাদ্যদ্রব্য বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২৮ জুন থেকে করোনা আক্রান্ত রোগীর জন্যে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা শুরু করে বিবর্তন যশোর। -বিজ্ঞপ্তি