যশোরে করোনা রোগীদের জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওষুধ প্রেরণ # সাবেক চেয়ারম্যানদের আর্থিক সহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রেরিত ওষুধ সামগ্রি যশোর জেলা বিএনপির করোনা হেল্প সেলে পৌঁছেছে। এছাড়া সদর উপজেলার বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ জেলা বিএনপির হেল্প সেলে আর্থিক সহায়তা প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এই ওষুধসামগ্রি ও আর্থিক সহায়তা গ্রহণ করেন। ঢাকাস্থ নয়াপল্টনাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ডাকযোগে পাঠানো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওষুধসামগ্রি গতকাল জেলা বিএনপির আহ্বায়কের বাসভবনে পৌঁছায়। আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সেটি গ্রহণ করেন। পরে জেলা বিএনপির আহ্বায়কের হাতে সদর উপজেলার বিএনপির দলীয় সাবেক চেয়ারম্যানরা আর্থিক সহায়তা প্রদান করেন। ওষুধ আর্থিক সহায়তা গ্রহণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এহসানুল হক সেতু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বারী রবু, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ছিলেন কাশিমপুরের আইয়ুব হোসেন, চুড়ামনকাটির আব্দুস সাত্তার, চাঁচড়ার গোলাম মোস্তফা, উপশহরের কাজী আজগর হোসেন, নরেন্দ্রপুরের আব্দুস সালাম বিশ্বাস, নওয়াপাড়ার আলতাফ হোসেন, দেয়াড়ার আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।