আক্রান্তের হার ২১ শতাংশ যশোরে ২৪ ঘন্টায় করোনায় ৭ ও উপসর্গে একজনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ গেল আরো ৮ জনের। এর ভেতর করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন, মৃতদের ভেতর দু’জন নারী, ৬ জন পুরুষ। তাদের বয়স ৩৫ থেকে ৯০ বছর। করোনায় মৃতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের জোহর আলীর পুত্র হাবিবুর রহমান (৩৫), শহরের বারান্দীপাড়া এলাকার সাব্বির হোসেনের স্ত্রী মনোয়ারা (৩৮), নিশ্চিন্তপুরের আলতাফ হোসেন (৬৫), চৌগাছার তাহাজ্জত আলী (৬৭), বাঘারপাড়া উপজেলার কড়ইতলা গ্রামের মুন্তাজ আলী (৮৫), পাইকপাড়া গ্রামের বৃদ্ধা মরিয়ম বেগম (৯০), ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের শেখ মোজাম্মেল হোসেন (৭২)। করোনার উপসর্গ নিয়ে মারা যান, মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামের মাহবুব (৫৫)। এ সময় হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯১ জন রোগী ছিলেন।
হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু নিয়ে যশোরে এ পর্যন্ত ৩শ ৬১ জনের মৃত্যু হয়েছে। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১শ ৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ১শ ২ জন। অসুস্থ হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫শ ৯০ জন। কোয়ারেন্টাইনে অবস্থান করছেন ৬ হাজার ৯শ ৫৯ জন রোগী।
সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় ১শ ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫শ ৭০টি নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত হন।
গতকাল আক্রান্তের হার ছিল ২১.৫৫ শতাংশ। এদিন করোনা থেকে সুরক্ষার জন্য ৪ হাজার ৬০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩শ ২২ জন এ পর্যন্ত মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২শ ৯৩ জন। দ্বিতীয় টিকার ডোজ সম্পন্ন করেছেন ৮৪ হাজার ৭শ ১৭ জন। টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ৪০ হাজার ৮শ ৭১ জন।