অলিম্পিকে থম্পসনের অভূতপূর্ব ‘ডাবল-ডাবল’

0

লোকসমাজ ডেস্ক॥ স্প্রিন্ট গ্রেটদের তালিকায় নাম লিখলেন এলেইন থম্পসন-হেরা। টোকিও অলিম্পিক গেমসে মেয়েদের ১০০ মিটারের পর ২০০ মিটারেও স্বর্ণ জিতলেন এই জ্যামাইকান স্প্রিন্টার। তাতে প্রথম নারী হিসেবে ‘স্প্রিন্ট ডাবল’ ধরে রেখে ইতিহাস গড়লেন। ২৯ বছর বয়সী থম্পসন ২১.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। ০.১৯ সেকেন্ডের জন্য ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার্সের দীর্ঘ দিনের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি তিনি। তবে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে দৌড় শেষ করার কীর্তি গড়লেন থম্পসন। গত শনিবার ১০০ মিটারে স্বর্ণ জেতেন তিনি। পাঁচ বছর আগে রিওতে প্রথমবার এই দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হন থম্পসন এবং তা ধরে রাখলেন এবারো।
৪০০ মিটারের চ্যাম্পিয়ন শনে মিলার-উইবো, দুইবারের ১০০ মিটারের চ্যাম্পিয়ন শেলি-ফ্যান ফ্রেসার-প্রাইস ও মার্কিন স্প্রিন্টার গাব্বি থোমাসের মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লম্বা দূরত্বের ট্র্যাকেরও রানি হলেন থম্পসন।
২১.৮১ সেকেন্ড সময় নিয়ে নামিবিয়ান তরুণী ক্রিস্টিনে এমবোমা জিতেছেন রৌপ্য পদক। গাব্বি থোমাস ২১.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে পেয়েছেন ব্রোঞ্জ।