তারা সমাজের সিজনাল ডেঙ্গু’

0

লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ আটক করে তিনজনকে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ হয়েছে মডেল-অভিনেত্রী হিসেবে। বিষয়টি আলোচিত হয়। মডেল-অভিনেত্রীদের এমন কাণ্ডে বিস্মিত সাধারণ মানুষ! এ ঘটনার পর দেশের শিল্পী সমাজ থেকেও প্রতিবাদ হয়েছে। কে মডেল বা অভিনেত্রী, কে নন; তা নিয়ে লিখিত বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
এ প্রসঙ্গে অভিনেত্রী আইরিন সুলতানা বলেন, ‘প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তি এখনও অভিযুক্ত। সে যে অপরাধী তা এখনও বিচারাধীন। দ্বিতীয় কথা হচ্ছে, ওই ব্যক্তি আদৌ মডেল বা অভিনেত্রী কিনা সেটা যাচাই-বাছাই করা উচিত। হতে পারে সে এক সময় এ জগতে ছিল। কিন্তু এখন নেই। তাহলে তার বর্তমান পেশা লেখা উচিত।’
আইরিন সুলতানা এক সময় মডেলিং করলেও বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ততা বেড়েছে। পাশাপাশি সরব ওয়েব সিরিজেও। একাধিক ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করে ‘সাহসী অভিনেত্রী’ হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন। এ ধরনের নিউজ লেখার ক্ষেত্রেও সাংবাদিকদের সচেতন থাকা উচিত বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিল খান বলেন, ‘যাদের নাম খবরের শিরোনামে এসেছে তারা নামমাত্র মডেল। এদের সম্পর্কে কেউ অবগত নন। আদৌ এরা মডেল কিনা সেটাও কিন্তু কারো জানা নেই।’
এ ধরনের মানুষ তকমা লাগিয়ে, নাম ভাঙিয়ে সুবিধা নেয়। এতে সত্যিকারের মানুষগুলোর বদনাম হয় বলে মনে করেন এই চিত্রনায়ক। ‘এদের কারণেই মূল ধারার শিল্পী ও মডেলদের অনেক সময় সাধারণ মানুষ ভুল বোঝে। যেসব মডেল এসব কাজে লিপ্ত তাদের কোনো আত্নসম্মান কিংবা অতীত নেই।’ বলেন শাকিল খান।কেউ যাতে নাম ভাঙিয়ে এ ধরনের ঘৃণিত কাজ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সাবধান হওয়ারও পরামর্শ দেন তিনি। এ ধরনের মানুষ ‘সমাজের সিজনাল ডেঙ্গু’ উল্লেখ করে শাকিল খান বলেন, ‘এদের দ্রুত বিচার হওয়া উচিত।’