সাতক্ষীরায় করোনা উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারীরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের লতিফ দফাদার (৭৫), তালা উপজেলার পাশরখি গ্রামের সাজ্জাদ আলী (৬০), দেবহাটার কোড়া গ্রামের মমিনুর রহমান (৩৫), শ্যামনগরের গুমানতলী গ্রামের সলিমুল্লাহ সরদার (৯০) ও তালার আনসার আলীর স্ত্রী আইফুন নেছা (৬৫)।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘন্টায় ৩৩৪টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।
এদিকে, পাঁচদিন বন্ধ থাকার পর রোববার থেকে নমুনা পরীক্ষা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে। তবে যন্ত্রের চাপ কমাতে দিনে একবারই পরীক্ষা করা হচ্ছে।