খাদ্যপণ্য বিক্রিতে নানা অনিয়ম যশোরে মদিনা ও শুভ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চৌরাস্তার মদিনা বেকারি এবং এইচ এম এম রোডের শুভ বেকারিতে সোমবার অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জারমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা পৌনে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম চৌরাস্তার মদিনা বেকারিতে অভিযান চালায়। এ সময় ছত্রাকযুক্ত পাউরুটি, আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পানীয় এবং মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই টিম এইচ এম এম রোডের শুভ বেকারিতে অভিযান চালায়। সেখানে এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার তৈরির প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) সুমন ভক্ত ও ক্যাব সদস্য আব্দুর রাকিব সরদার উপস্থিত ছিলেন।