জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণে ‘নতুন গান গাইছে’ সরকার : ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের সাথে তাকে সম্পৃক্ত করে ‘নতুন গান গাইছে’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কাজ কী? এদের কাজ হচ্ছে সারাক্ষন বিএনপিকে দোষারোপ করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তার চেষ্টা করা, কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খাটো করা যায় তার চেষ্টা করা, কিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা যায় সেই চেষ্টাই তারা করছে।’
তিনি বলেন, ১৫ আগস্টে শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে সবসময়ই এই ঘটনার নিন্দা জানিয়ে এসেছেন। বিএনপিও কখনো কোনো হত্যাকাণ্ডে সমর্থন দেয়নি।
বিএনপি মহাসচিব বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বিচার করেছেন আপনারা (আওয়ামী লীগ সরকার)। সেই বিচার করার পরে সব কিছু শেষ হয়ে গেছে। অথচ আপনারা এখন শুরু করেছেন নতুন এক গান গাওয়া যে, জিয়াউর রহমান এর সাথে সম্পৃক্ত ছিলেন।’
মির্জা ফখরুল বলেন, ‘এর কোনো প্রমাণ নেই। আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি যে, জিয়াউর রহমান সাহেব সম্পৃক্ত ছিলেন। জিয়াউর রহমান সাহেব তো তখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন না। তিনি সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন মাত্র। সেনা প্রধান ছিলেন শফিউল্লাহ সাহেব (কে এম শফিউল্লাহ)। সেই শফিউল্লাহ সাহেব তো গিয়ে খন্দকার মোশতাককে স্যালুট করেছেন, এ কে খন্দকার সাহেব (বিমান বাহিনী প্রধান) স্যালুট করেছেন, নেভাল চিফ স্যালুট করেছে। আপনাদের খন্দকার মুশতাক সাহেবের সঙ্গে পুরো ৩১ জনের মন্ত্রিসভা শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের ওপর দিয়ে হেটে গিয়ে তারা মন্ত্রিত্বের শপথ নিয়েছেন।’
ফখরুল বলেন, ‘নিজেদের অপকর্ম ঢাকার জন্যে অন্যকে দোষারোপ করে লাভ নেই। নিজেরা পরিস্কার হন, নিজেরা পরিচ্ছন্ন হন, পরিশুদ্ধ হন। হত্যার রাজনীতি বাদ দেন এবং সন্ত্রাসের রাজনীতি বাদ দিন, জনগনকে প্রতারনা করবার রাজনীতি বাদ দিন। আপনারা সঠিকভাবে জনগনের যে আকাংখা সেই আকাংখাকে পুরণ করুন।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। একদিকে আমরা জনগনের পাশে গিয়ে দাঁড়াবো অন্যদিকে জনগনকে সঙ্গে নিয়ে এই দানব সরকারকে সরানোর জন্য আমাদেরকে লড়া্ই করতে হবে, সংগ্রাম করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা করোনার দানবকে পরাজিত করার চেষ্টা করব, একই সঙ্গে রাজনৈতিক যে দানব আমাদের সমস্ত আশা-আকাংখাকে ধবংস করে দিচ্ছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগনের প্রতিনিধির সরকার প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠার আমরা আপ্রাণ চেষ্টা করব।’
লালমনিরহাট বিএনপির উদ্যোগে জেলার কোভিড-১৯ হেলপ সেন্টারের উদ্বোধন এবং করোনাভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়।
জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক বক্তব্য রাখেন।