বিএনপির হেল্প সেল আরও ৭ জন করোনা রোগীকে দিল অক্সিজেন সেবা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েই চলেছে জেলা বিএনপির ফ্রি অক্সিজেন হেল্প সেল। হাসপাতালে কিংবা নিজ বাসভবনে চিকিৎসাধীন রোগীকে দেয়া হচ্ছে এই সেবা। ২৪ ঘন্টায় আরও ৭ জন রোগীকে দেয়া হলো অক্সিজেন সেবা। এ নিয়ে জেলা বিএনপির ফ্রি অক্সিজেন হেল্প সেল থেকে মোট ১৭৯ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন সেবা দেয়া হলো। গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে অক্সিজেন সেবা দেয়া হয়। পাশাপাশি শহরের কারবালা, নীলগঞ্জ, সাহাপাড়া, রায়পাড়া, শংকরপুর, ঘোপ ও উপশহরের নিজ বাসভবনে চিকিৎসাধীন রোগীকে এই অক্সিজেন সেবা দেয়া হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল রোগীর শয্যা পাশে অক্সিজেন সিলিন্ডারগুলো পৌঁছে দেন। পাশাপাশি অনেক রোগীর স্বজনরাও এসে নিয়ে যান।