‘উইন্ডোজ ইলেভেন’ এর পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন

    0

    লোকসমাজ ডেস্ক॥ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক সংস্করণের উইন্ডোজ-ইলেভেন উন্মোচন করলো মাইক্রোসফট।ইনসাইডার প্রোগ্রামের আওতায় এখন থেকে উইন্ডোজ ইলেভেনের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।এ সংস্করণকে স্থিতিশীল বলা হলেও কিছু ত্রুটি এখনও রয়ে গেছে। এ কারণে বেটা সংস্করণে ব্যবহারকারীরা কম্পিউটার ক্র্যাশের মতো জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করেছে মাইক্রোসফট।
    ২০২১ এর শেষে উন্মুক্ত হতে যাওয়া উইন্ডোজ ইলেভেন পিসিতে বহুমুখী কাজ করাকে আরও সহজ করবে। একইসঙ্গে অনেকগুলো উইন্ডো ও অ্যাপ খোলা রেখে ব্যবহারও আরও সহজ করা হয়েছে।