কালীগঞ্জে লকডাউনের মধ্যেও মোটরসাইকেল ও চলাচল বেড়েছে, খুলছে পোশাকের দোকান

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ করোনাকালীন চলমান কঠোর লকডাউনের মধ্যেও কালীগঞ্জ উপজেলা শহরে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। খোলা হচ্ছে বিভিন্ন রকমের দোকানপাট। কোন বাধা মানতে নারাজ সাধারণ মানুষ।
করোনায় প্রতিদিন উপজেলার কেউ না কেউ মারা যাচ্ছেন। এরপরও মানুষের মাঝে তেমন কোনো সচেতনতা নেই। শুধু শহর নয় উপজেলার বিভিন্ন বাজার ছাড়াও পাড়া মহল্লায় অবাধে চলাফেরা করার ফলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা শহরের হাসপাতাল সড়ক, মধুগঞ্জবাজার, নিমতলা বাজার. নতুনবাজার, কাশিপুর, কলেজরোড , মেইনবাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, নিত্যদিনের মত রাস্তায় মানুষ রাস্তায় চলাচল করছে। কিছু কিছু পোশাকের দোকানও খুলতে দেখা গেছে। রিকশা-ভ্যান, মোটরসাইকেল চলছে অবাধে।
অটোচালক মিলন রহমান বলেন, ‘আর কতদিন বসে থাকবো বাড়িতে। পেটের জ¦ালা বড় জ¦ালা, তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। আয় রোজগার না করলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবো।’ প্রশাসনের তৎপরতাও এখন ঢিলেঢালা হয়েছে। বাজারে মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, ‘সবাইকে ঘর থেকে কোনো কারণ ছাড়া বের না হতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি। আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’