টিনা রাসেলের ‘পাগলের বেশ’

0

লোকসমাজ ডেস্ক॥বর্তমান সময়ের সংগীতশিল্পী টিনা রাসেল। গান গেয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘পাগলেরই বেশ’ শিরোনামের একটি একক গানে কণ্ঠ দিয়েছেন।
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী জিসান শুভর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন এই গান প্রসঙ্গে টিনা বলেন, ‘প্রতিটি সঙ্গীতশিল্পীই সারা জীবন গান করে যায়। কিন্তু সে তপস্যায় থাকে তার জীবনের সেরা গানটি গাওয়ার জন্য। আমার বেলাতেও তাই। আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে ‘পাগলেরই বেশ’ গানটি আমার সেই কাঙ্খিত গান। আত্মতৃপ্তির গান।
সুনামগঞ্জের নয়নাভিরাম লোকেশনে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং নোমান।
গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।