বেনাপোল বন্দর দিয়ে সড়কপথে এলো ২৩১ মেট্রিক টন অক্সিজেন

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল বন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার জরুরি সেবার অংশ হিসেবে ১৬টি ট্যাঙ্কারে ২৩১ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে সড়কপথে। কাস্টম কমিশনার আজিজুর রহমান নিজে ভারতীয় কাস্টমস ও বন্দরের সাথে যোগাযোগ করে রেলের পাশাপাশি সড়কপথে অক্সিজেন আমদানির ব্যবস্থা করেছেন বলে সূত্র জানিয়েছে।
ভারত থেকে সড়কপথে বিকেলে বেনাপোল স্থলবন্দরে ১৬ ট্যাঙ্কারে ওই অক্সিজেন এসে পৌঁছায়। জরুরি খালাসের জন্য ট্যাঙ্কারগুলো বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়। এই অক্সিজেনের আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড, পিওর বিডি লিমিটেড ও স্পেকট্রা অক্সিজেন লিমিটেড।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় রেলপথ ও সড়কপথে অক্সিজেন আমদানি বেড়ে গেছে। আমদানিকারকরা যাতে দ্রুত অক্সিজেন খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস ও বন্দর কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন। অক্সিজেন আমদানির সাথে সাথে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।