পূর্ব ঘোষণা অনুযায়ীই মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

0

লোকসমাজ ডেস্ক॥ ঈদ বিরতি শেষে প্রাথমিকভাবে ২৪ জুলাই থেকে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। কিন্তু পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই লিগ ৬ দিন পিছিয়ে ৩০ জুলাই শুরুর ঘোষণা দিয়েছিল।তারপরও অনিশ্চিয়তা ছিল কঠোর এই লকডাউনে লিগের খেলা শুরু সম্ভব হবে কি না। শেষ খবর হলো, সরকারের উচ্চ মহলে আলোচনা করে খেলা চালানোর অনুমতি এনেছে বাফুফে। অর্থাৎ শুক্রবার থেকে আবার চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা হবে। শুক্রবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে ব্রাদার্স ও রহমতগঞ্জ এবং কমলাপুরে খেলবে উত্তর বারিধারা ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।
আগের সূচিতে মোহামেডানের ম্যাচ দেয়া হয়েছিল কমলাপুরে। মোহামেডান বাফুফেকে চিঠি দিয়ে তাদের ম্যাচ বঙ্গবন্ধুতে দেয়ার অনুরোধ করেছিল। বাফুফে মোহামেডানের চিঠিকে গুরুত্ব দিয়ে পুলিশের বিপক্ষে তাদের ম্যাচ ১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিয়েছে।