ঘরে থেকে কাজ ও ক্লাস বৃদ্ধি, লজিটেকের বিক্রি বেড়েছে ৬৬%

    0

    লোকসমাজ ডেস্ক॥ ঘরে বসে কাজ ও অনলাইনে ক্লাস-পরীক্ষা বৃদ্ধিতে লজিটেকের কম্পিউটার সামগ্রীর বিক্রি বেড়েছে। গতকাল এক ঘোষণায় লজিটেক জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের বিক্রি ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩১ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে যেখানে প্রতিষ্ঠানটির বিক্রি হয়েছিল ৭৯ কোটি ২০ লাখ ডলার। খবর রয়টার্স।
    সুইস-আমেরিকান কোম্পানি লজিটেক মূলত কিবোর্ড, মাউস ও ওয়েবক্যামের মতো সামগ্রী নির্মাণ করে। গত বছর থেকে শুরু হওয়া মহামারীতে ঘরে বসে কাজ এবং অনলাইনে গেমস খেলা বৃদ্ধিতে লজিটেকের বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। লজিটেকের পণ্যের অভূতপূর্ব এ চাহিদার জেরে ২০২০ সালে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮৭ শতাংশ।
    গতকাল ঘোষিত পূর্বাভাসে চলতি বছরের আয় ও মুনাফার পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। ২০২২ সালের মার্চে শেষ হওয়া চলতি অর্থবছরে কোম্পানিটি ৮০ কোটি থেকে ৮৫ কোটি ডলার পরিচালন মুনাফা করবে বলে আশা করা হচ্ছে। গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও তাদের বিক্রি ৫ শতাংশ বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা লজিটেকের।