নকিয়ার মজবুত গঠনের নতুন স্মার্টফোন এক্সআর২০

    0

    লোকসমাজ ডেস্ক॥ মজবুত গঠন নিয়ে বাজারে এক্সআর২০ স্মার্টফোন নিয়ে এসেছে ফিনল্যান্ডের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। হাত থেকে কিংবা টেবিলের ওপর থেকে নিচে পড়ে গেলে কিংবা গ্লাসভর্তি পানি পড়লেও এ ফোনের কোনো ক্ষতি হবে না।
    নকিয়া এক্সআর২০ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে স্টক অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। টানা তিন বছর অপারেটিং সিস্টেম আপডেটের পাশাপাশি চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এতে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে।
    স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজল্যুশনের ১০৮০✕২৪০০ পিক্সেলের ডিসপ্লে প্রদান করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষায় কর্নিংয়ের গরিলা গ্লাস ভিকটাস প্রদান করা হয়েছে। ভেজা হাতে কিংবা গ্লাভস পরেও এ ডিসপ্লে ব্যবহার করা যাবে।
    নকিয়া এক্সআর২০ স্মার্টফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৪৮০ সক দেয়া হচ্ছে। এর সঙ্গে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে।
    ক্যামেরা সেটআপের দিক থেকে ফোনের পেছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে। দুটি ক্যামেরার সেন্সরই জেইস অপটিক্সের। সেই সঙ্গে এতে স্পিডর?্যাপ মুড ও অ্যাকশন ক্যাম মুডসহ বেশকিছু ফিচার রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
    কানেক্টিভিটির দিক থেকে এক্সআর২০-তে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াইফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.১, জিপিএস, এজিপিএস, ন্যাভআইসি, এনএফসি, ইউএসবি টাইপ সি ও ৩ দশমিক ৫ মিলিমিটারের ইয়ারফোন জ্যাক রয়েছে।
    ফোনটিতে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইটম ব্যারোমিটার, জায়রোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনে দুটি স্পিকার ও দুটি মাইক্রোফোন রয়েছে, যেগুলো অজো স্পাশিয়াল অডিও ক্যাপচার ফিচার সমৃদ্ধ।
    নকিয়া এক্সআর২০-তে ৪ হাজার ৬৩০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ওয়্যারড ও ওয়্যারলেস (কিউআই স্ট্যান্ডার্ড) উভয় পদ্ধতিতে এ ব্যাটারি চার্জ করা যাবে।
    গ্রানাইট ও আল্ট্রা ব্লু শেড—এ দুটি রঙে বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর ৪/৬৪ জিবির দাম ৫০-৫৫ হাজার টাকার মধ্যে। তবে ৬/১২৮ জিবির দাম জানা যায়নি।