মোংলায় উদ্ধার ৭৩ কচ্ছপ খানজাহান আলী মাজার পুকুরে অবমুক্ত

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলা থেকে উদ্ধার করা ৭৩ সন্ধি কচ্ছপকে খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘিতে অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এই কচ্ছপ অবমুক্ত করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২৬ জুলাই) রাতে মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ি নামক স্থানে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৭৩ টি সন্ধি কচ্ছপসহ মনোজ রায় নামের এক ব্যক্তিকে আট করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেস মজুমদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনোজ রায়কে দুই হাজার টাকা জরিমানা করেন এবং কচ্ছপগুলোকে আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘিতে অবমুক্ত করার আদেশ দেন।