লকডাউনেও খুলনায় সচল ১৯০টি কারখানা

0

খুলনা প্রতিনিধি॥করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে দেশব্যাপী সরকার আরোপিত কঠোর লকডাউন চলছে। এ লকডাউনে কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও খুলনার ১৯০টি কারখানা চালু রয়েছে। যা খুলনার মোট কারখানার ৩০ শতাংশ। ১৩টি ক্যাটাগরির এ কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত বলে দাবি করছে শ্রম অধিদফতর।মঙ্গলবার (২৭ জুলাই) খুলনা শ্রম অধিদফতরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম জানান, খুলনায় সবমিলিয়ে ৬৩৯টি কারখানা রয়েছে। এর মধ্যে ১৩টি ক্যাটাগরির ১৯০টি বর্তমানে উৎপাদন চালিয়ে যাচ্ছে। এগুলো লকডাউনের আওতামুক্ত রয়েছে।তিনি বলেন, ‘১৯০টির মধ্যে বিদ্যুৎ, গ্যাস, চাল, মৎস্য, দুগ্ধ, ফুল, ডাল ও লবণের কারখানা রয়েছে। তবে চালু থাকা কারখানার মধ্যে চালেরই বেশি।’
খুলনার ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবীর জানান, মৎস্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো লকডাউনের আওতার বাইরে রয়েছে। এ কারণে খুলনার ২৪টি মৎস্য কারখানা সচল রয়েছে। ফলে জাপান, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, রাশিয়া, পর্তুগাল, সুইজারল্যান্ড, সৌদি ও দুবাইতে চিংড়ি রফতানি হচ্ছে। এতে স্থানীয় রফতানিকারকরা সংকট থেকে মুক্তি পাচ্ছেন।