বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান

0

লোকসমাজ ডেস্ক॥ বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওইসব দেশের অংশীদারদের সঙ্গে যৌথভাবে হিসাব খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে তাদের আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
দেশে কার্যরত তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলারদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে এবং প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে।এতে আরও বলা হয়, প্রকল্প বাস্তবায়নে বিদেশ থেকে স্বল্পমেয়াদি ঋণ উক্ত হিসাবে জমা করা গেলেও ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে জামানত নেয়া যাবে না। বিদেশে পরিচালিত হিসাবের স্থিতি দিয়ে প্রকল্প ব্যয় পরিশোধ নিষ্পত্তি করা যাবে।