বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬৮ জনকে জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৬টি মামলায় ৬৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৫৫ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে। গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ের ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এর আগে ঈদের পরের লকডাউনের প্র্রথম দুই দিনে ১৩৫ জনকে এক লাখ সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা তাদেরকে আইনের আওতায় আনছি।