কলারোয়া সীমান্তেভারতে অনুপ্রবেশকালে চার নারীসহ আটক ৫

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া উপজেলার মাদরা ও তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের যসময় চার নারীসহ পাঁচ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা-৩৩ বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন-খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি (৩৪), ফুলতলা উপজেলার যুগনীপাশা গ্রামের লাভলি (৩২), মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন (২৪), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা (২৩) ও গাজীপুরের টুঙ্গি থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন খাতুন (২২)।
এদের মধ্যে তিন জনকে উপজেলার সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপণকৃত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অপর দুই জনকে কলারোয়া থানায় সোপর্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, বিধিনিষেধ
চলাকালে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় এ পর্যন্ত ১১১ জনকে আটক করা
হয়েছে। এদের মধ্যে দুই জন রোহিঙ্গা, ছয় জন মানবপাচারকারী ও চার জন ভারতীয়
নাগরিক রয়েছেন।