বিএনপির করোনা হেল্প টিমের কার্যক্রম তদারকি করলেন অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে কর্তব্যরত জেলা বিএনপির করোনা হেল্প টিমের কার্যক্রম তদারকি করলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল সোমবার তিনি সরেজমিনে গিয়ে তাদের সার্বিক কর্মকান্ড তদারক করেন। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত হেল্প টিমের সার্বিক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন।
টিমের সদস্যদেরও খোঁজ-খবর নেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেল পরিদর্শন করেন। এ সময় তিনি দলের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে অনিন্দ্য ইসলাম অমিত করোনা হেল্প সেল সম্পর্কে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এই কার্যক্রমের ধারা কিভাবে অব্যাহত রাখা যায় এবং আরও গতিশীল করা যায় সে সম্পর্কেও দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজলো বিএনপির যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, সাবেক জেলা বিএনপি নেতা এহসানুল হক সেতু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।