দাম কমার শীর্ষে আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ পুঁজিবাজারে সোমবার (২৬ জুলাই) সূচকের পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড।ডিএসই সূত্রে জানা গেছে, রোববার লেনদেন শেষে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর ছিল ১২.২০ টাকা। আজ ফান্ডটির ইউনিট সর্বশেষ ১১.৫০ টাকায় লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ৫.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপ টেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৪.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৩৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, ইমাম বাটনের ৪.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৩.৯৮ শতাংশ কমেছে।