ম্যাসেঞ্জারে লগআউট করবেন যেভাবে

0

লোকসমাজ ডেস্ক॥জরুরি প্রয়োজনে কারো ফোনের মেসেঞ্জারে লগইন করে বিপদে পড়েন অনেকে। লগআউট করার উপায় না জানার কারণে অনেকে অ্যাপটিই আন-ইনস্টল ক‌রে দেন।ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপে নেই লগআউট অপশন না থাক‌লেও উপায় আছে। কীভাবে ফোনে ম্যাসেঞ্জার অ্যাপ থেকে লগআউট করা যাবে তা জেনে নিন-
* প্রথমে ফোনের Settings অপশনে যেতে হবে। যেখান থেকে apps অপশনে ক্লিক করতে হবে।
* এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখানে ফোনে ইন্সটল থাকা সব অ্যাপের তালিকা দেখা যাবে।
* সেখান থেকে ক্রল করে Messanger অ্যাপটি খুঁজে বের করে এতে ক্লিক করতে হবে।
* তারপর storage অপশনে ক্লিক করে clear data বাটনে চাপতে হবে।
* পরবর্তী ধাপে delete app data নামে একটা পপআপ আসবে। সেখানে থাকা ok বাটনে ক্লিক করতে হবে।
এই উপায়ে ফোনে থাকা ম্যাসেঞ্জার অ্যাপ থেকে অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে।