রাশিয়ায় অর্ধশতাধিক যুদ্ধজাহাজের বিশাল মহড়া, অংশ নিচ্ছে আরও ৩ দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ার নৌ বাহিনী দিবসে অর্ধশতাধিক যুদ্ধজাহাজ নিয়ে মহড়ার আয়োজন করা হয়েছে। এতে রাশিয়া ছাড়াও অংশ নেবে ভারত, ইরান ও পাকিস্তান। এছাড়া নৌ মহড়ার পাশাপাশি অ্যাডমিরাল খানজাদি রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খবর পার্সটুডের।
সের্গেই শোইগু এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘আগামীকালের মহড়ায় ভারত, ইরান ও পাকিস্তানসহ তার দেশের মোট ৫৪টি জাহাজ অংশ নেবে।’ এরই মধ্যে ইরানের ডেস্ট্রয়ার সাহান্দ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরে পৌঁছেছে। যুদ্ধজাহাজটির সঙ্গে রয়েছে সহযোগী জাহাজ মাকরান। রাশিয়ার নৌ বাহিনী দিবসে এসব জাহাজ রুশ সেনাদের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় অংশ নেবে।
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। আগামীকাল ওই বার্ষিক মহড়া অনুষ্ঠিত হবে। জালালি জানান, ইরানের নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি নৌ মহড়ায় উপস্থিত থাকবেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগ দেবেন।