ডুমুরিয়ায় গরু চুরির সময় ৩ চোর আটক

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় গরু চুরির সময় ৩ চোরকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার ভোররাতে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে এই ঘটনাটি ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪ টার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রাামের আব্দুল ওয়াদুদ মজুদারের বাড়িতে গরু চুরি করার জন্যে চোরচক্র বাড়ির গেট ও গোয়াল ঘরের তালা ভাঙ্গে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করে ধরে গণধোলাই দেয়। ধৃতরা হলো, বাগেরহাট জেলার রামপাল থানার তালবুনিয়া গ্রামের জনি হাসান শেখ(৪০), ইসলামাবাদ গ্রামের শেখ মিজান (৩৫) এবং বটিয়াঘাটা থানার রনজিতের হুলা গ্রামের আবু বক্কার শেখ(৩৬)।
এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়ের পাশে সেঞ্চুরি ফিলিংস স্টেশনে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকা চক্রের অপর দুই সদস্য টের পেয়ে পিকআপ নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে তিন চোরকে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতরা আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে আরও চুরি মামলা রয়েছে।