খুলনায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে মঞ্জু টিকা উৎপাদনের সুযোগ সরকার হাতছাড়া করায় ভুলের মাশুল দিচ্ছে গোটা জাতি

0

খুলনা ব্যুরো ॥ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন,করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে টিকা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। টিকা উৎপাদনের বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেছে সরকার। গত বছরের নভেম্বরে চীনের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশ সফরে এসেছিলেন। এদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা চীনের টিকা বাংলাদেশের উৎপাদনে সার্বিক সহযোগিতা করতে চেয়েছিলেন। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল চীনের বিশেষজ্ঞ টিমের প্রস্তাবে অনুমোদনও দিয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তা আর গুরুত্ব পায়নি। সে ভুলের মাশুল এবার গোটা জাতি দিচ্ছে।
রবিবার নগরীর ২৯ নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাসপাতাল বাড়িয়ে কোনো লাভ হবে না। কারণ রাতারাতি ডাক্তার বানানো যাবে না। অভিজ্ঞ জনবল না থাকলে হাসপাতাল বাড়িয়েও চিকিৎসা সেবা দেওয়া যাবে না। যখন সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, তখন চিকিৎসার অভাবে অনেকে মারা যাবে। করোনা সংক্রমণ রোধ করতে হলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জনগণকে টিকার আওতায় আনতে হবে। কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ শেষে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নতুনবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাড. ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচিু, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, মেজবাহ উদ্দিন মিজু, নাজমুল হক মুকুল, সিরাজুল ইসলাম লিটন, শাহ আলম, শামীম আশরাফ, অ্যাড. ওমর ফারুক বনি প্রমুখ।