পাইকগাছায় টিসিবির পণ্য কিনতে স্বাস্থ্যবিধি লংঘন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে টিসিবির পণ্য কিনতে মানুষদের প্রচুর ভিড় দেখা গেছে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ করা পণ্যের পরিমাণ কম হওয়ায় ডিলারকে হিমশিম খেতে হয়েছে। রবিবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে ট্রাকে করে টিসিবির তেল, চিনি, ডাল বিক্রি করতে দেখা যায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে দরিদ্র শ্রেণির মানুষেরা পণ্য কেনেন। টিসিবির পণ্য বিক্রেতা রিংকু জানান, করোনাকালে মানুষের চাহিদার তুলনায় টিসিবির পণ্য সরবরাহ অনেক কম। যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে পণ্য দেয়া সম্ভব হবে না। টিসিবির পণ্য জনপ্রতি ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি ডাল ১১০ টাকা ও ৫ লিটার তেল ৫শ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভায় কোনো ডিলার না থাকায় কপিলমুনির ডিলারকে দিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করায় লোকজনের ভিড় বেড়েছে।