মোহাম্মদ শামসুল ইসলাম ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত

0

মোহাম্মদ শামসুল ইসলাম ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন। ১৬ জুলাই প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আগামী ৩ বছরের জন্য ওই পদে নিযুক্ত করা হয়। মোহাম্মদ শামসুল ইসলাম গত ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন এবং গত মে মাসে অবসর গ্রহণ করেন। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে যোগদানের পূর্বে গ্লোবাল ইসলামী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।