যশোরে দুই সহোদরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। হালসা মাঠেরপাড়ার মৃত কফিল উদ্দিনের পুত্র মিল্টন মিয়া ও তার সহোদর দেলোয়ার হোসেন দিপুর এ অভিযোগ প্রতিবেশী মৃত ইসমাইল মোল্যার দুই পুত্র বাবুল হোসেন ও বুলবুল হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার দিনের বেলা জমি দখলের পর রাতে গাছ কেটে ফেলা হয় গতকাল শনিবার এলাকায় গেলে মিল্টন মিয়া ও দেলোয়ার হোসেন দিপু জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হোসেন ও বুলবুল হোসেন তাদের পৈত্রিক বসতভিটা দখলের চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তারা দেলোয়ার হোসেন দিপুর বসতভিটার পাশে রাস্তা সংলগ্ন একখন্ড জমি গায়ের জোরে দখল করার পাঁয়তারা করছে। এ নিয়ে ওই দুই সহোদর দীর্ঘদিন ধরে অসুস্থ দেলোয়ার হোসেন দিপু ও তার পরিবারকে হুমকি-ধামকি দিয়ে আসছে। শুক্রবার দিনেদুপুরে হঠাৎ অভিযুক্ত বাবুল হোসেন ও বুলবুল হোসেন কয়েক ট্রাক মাটি ফেলে ওই জমি দখল করে। এ সময় দেলোয়ার হোসেন দিপুর স্ত্রী পাপিয়া খাতুন এমন কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় তার ভাই মিল্টন মিয়া এগিয়ে এলে তাকে মারপিট করেও খুন জখমের হুমকি দেয়। রাতেই মিল্টন মিয়ার বসতভিটায় পাশে ১২ শতক জমির ওপর লাগানো ২৫ থেকে ৩০টি মেহগনি গাছ কেটে ফেলে। গাছগুলো গত তিন বছর আগে লাগানো হয়। ভুক্তভোগী মিল্টন মিয়া ও দেলোয়ার হোসেন দিপু এই ঘটনার প্রতিকার চেয়ে কতোয়ালী থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত দুই সহোদর বাবুল হোসেন ও বুলবুল হোসেন যে কোন সময় তাদের পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।