বিএনপির করোনা হেল্প সেল থেকে আরও ১০ জন মুমূর্ষু রোগী পেল অক্সিজেন সেবা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির করোনা হেল্প সেল থেকে আরও ১০ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন সেবা দেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় তাদের এই অক্সিজেন সেবা দেওয়া হয়। এ নিয়ে জেলা বিএনপির করোনা হেল্প সেল থেকে মোট ১১০ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হলো। ২৪ ঘন্টায় বেসরকারি হাসপাতাল জনতা ইউনিক, জিডিএল হাসপাতালের পাশাপাশি শহরের ষষ্টিতলা, পশ্চিম বারান্দীপাড়া ও বারান্দী মাঠপাড়ার নিজ গৃহ চিকিৎসাধীন রোগীদের শয্যা পাশে এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হয়। জেলা বিএনপির করোনা হেল্প সেলে দায়িত্বে নিয়োজিত জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল ও স্বেচ্ছাসেবক দল নেতা আফতাবুল আলম পরাগ অনেক রোগী শয্যা পাশে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন। এছাড়া অনেক রোগীর স্বজনরা এসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান।
এদিকে, গতকাল শনিবার ও জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। এদিন মোট ৫২ জন ব্যক্তি তাদের টিকা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।