মোংলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

0

মোংলা (বাগেরহাট) ॥ মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পির বিরুদ্ধে জমি দখলসহ হামলা ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার চাচাতো ভাই ব্যবসায়ী শেখ সালমান শাহ সানি। শুক্রবার সকাল ১১ টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানি অভিযোগ করেন, তার দাদা ও বাবা’র মৃত্যর পর শহরের মাদ্রাসা রোডস্থ পৈত্তিক জমিতে স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা বাপ্পি ও তার পরিবারের লোকজন নানাভাবে ওই সম্পত্তি দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত হয়। একপর্যায়ে গত ১৩ জুলাই দিবাগত রাতে বাপ্পি ও তার পরিবারের সদস্যসহ আর ৪/৫ জন লোক সানি’র ওপর হামলা-মারধর ও রক্ষাক্ত জখম করে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও তাকে মারধর করার ঘটনা মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোংলা থানার পুলিশ ও পৌরসভার মেয়রকে জানানো হয়েছে। তারা বিষয়টি নিস্পত্তির আশ্বাস দিলেও স্ত্রী-সন্তানসহ চরম নিরাপত্তাহীনতার কথা জানান শেখ সালমান শাহ সানি। সংবাদ সম্মেলনে স্বস্ত্রীক উপস্থিত থেকে এ ঘটনায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পি এসব ঘটনায় তিনি ও তার পরিবার জড়িত নন দাবি করে বলেন, সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই সালমান শাহ সানি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।