খুলনার চার হাসপাতালে আরও ১৩ মৃত্যু

0

খুলনা প্রতিনিধি॥খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার (১৬ জুলাই) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানে ২০১ জন ভর্তি রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন। ৩৩ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাত জন। তাদের মধ্যে চার জন করোনা পজিটিভ এবং তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল পৌনে ৯টা পর্যন্ত এখানে ৪৫ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। নতুন ভর্তি পাঁচ জন। ছাড়পত্র নিয়েছেন চার জন। ইকবাল হোসেন (৫৮) নামে একজন মারা গেছেন। তার বাড়ি নড়াইল।
খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে ৬০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আট জন। ছাড়পত্র নিয়েছেন ১৪ জন। আর দুই জন মারা গেছেন। তারা হলেন- যশোরের অভয়নগরের নিত্যানন্দ সরকার (৭৮) ও খুলনার রূপসার জলিল মীর (৬৫)।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, ১০৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। নতুন ভর্তি ১৮ জন। ছাড়পত্র নিয়েছেন ২১ জন। মারা গেছেন তিন জন। তারা হলেন- খুলনার সোনাডাঙ্গার কাজী আব্দুস সাত্তার (৭৭), মিয়াপাড়ার চাঁদ সুলতান (৭১) ও ফারাজি পাড়ার নাসিমা খাতুন (৪৭)।