করোনায় মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার

0

লোকসমাজ ডেস্ক॥করোনায় জীবন দিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (১৬ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, হাবীব এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন। গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আহসান হাবীব ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
আইজিপির শোক
আইজিপি ড. বেনজীর আহমেদ আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন দিলেন।