লকডাউন শিথিলের প্রতিবাদ ও খাদ্য সহায়তার দাবিতে যশোরে বাম জোটের মানববন্ধন

0

লকডাউন শিথিলের প্রতিবাদ ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন দাবিতে যশোরে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার প্রেস ক্লাব যশোরের সামনে এক প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র জেলা সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু। তিনি বলেন, বিধিনিষেধ তুলে দিয়ে গোটা জাতিকে সরকার বিপদের মুখে ঠেলে দিয়েছে। এতে সংক্রমণ বহুগুণ বেড়ে যাবে, মৃত্যুহার বেড়ে যাবে, এর দায় সরকারকেই নিতে হবে। শিল্পপতি ধনিকদের স্বার্থে সরকার এই বিধিনিষেধ তুলে দিয়েছে তাদের বাণিজ্যের সুবির্ধার্থে। ইতোমধ্যে সরকারের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তা প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণ রোধের বিকল্প নেই। সেকারণেই খাদ্য সহায়তা দিয়ে কঠোর বিধিনিষেধ দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজ্জামেল হোসেন মঞ্জু, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাসদ (মার্কসবাদী) নেতা দীলিপ ঘোষ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা কমিটির অন্যতম নেতা কমরেড কামাল হাসান পলাশ, সিপিবি’র জেলা নেতা কমরেড আব্দুল জলিল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা হাবিবুর রহমান মোহন। বিজ্ঞপ্তি