পাইকগাছায় দেলুটি ইউনিয়ন ভূমি কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খাজনা আদায়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও সাধারণ মানুষের সাথে অসৌজন্য আচরণ করার প্রতিবাদে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন ভূমি কর্মকর্তার (নায়েব) বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন।। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রধান সড়কে বিক্ষুব্ধ নায়েব ইকবাল হোসেনের অপসারণ ও শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুকুমার কবিরাজ, সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস, বিপ্লব মন্ডল, বিশ্বজিত রায়, সুকৃতি রায়, দীপন মন্ডল, অনুপ রায়, গোবিন্দ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, দেলুটি ভূমি অফিসের নায়েব ইকবাল হোসেন খাজনা আদায়ের সময় অতিরিক্ত টাকা আদায় করেন। তিনি সবার সাথেই অসদাচরণ করেন। তার শাস্তি ও অপসারণ চাই। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা নায়েবের কুশ পুত্তলিকা দাহ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।